ম্যাগমা শীতল হয়ে কঠিনাকার ধারণ করলে কোন শিলায় পরিণত হয়?
Solution
Correct Answer: Option C
পৃথিবীর অভ্যন্তরে থাকা গলিত শিলা পদার্থকে ম্যাগমা (Magma) বলা হয়। যখন এই ম্যাগমা ভূ-পৃষ্ঠের নিচে বা উপরিভাগে উঠে আসে এবং শীতল হয়ে কঠিন আকার ধারণ করে, তখন তা আগ্নেয় শিলা (Igneous rock) তে পরিণত হয়।
আগ্নেয় শিলাকে আবার দুই ভাগে ভাগ করা হয়—
১. অন্তর্গত আগ্নেয় শিলা (Intrusive igneous rock): ম্যাগমা ভূ-পৃষ্ঠের নিচে জমে শক্ত হলে।
২. বহির্গত আগ্নেয় শিলা (Extrusive igneous rock): ম্যাগমা আগ্নেয়গিরি থেকে বের হয়ে শীতল হলে।