লাউয়া ছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত ?
A চট্টগ্রাম
B টাঙ্গাইল
C মৌলভীবাজার
D হবিগঞ্জ
Solution
Correct Answer: Option C
লাউয়া ছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশে মোট ১৯টি উদ্যানকে "জাতীয় উদ্যান" ঘোষণা করা হয়েছে। সেগুলোর তালিকা:
সর্বশেষ - শেখ জামাল ইনানী জাতীয় উদ্যান, কক্সবাজার