৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট খরচ কত টাকা ?
A ৪২
B ১০৯২
C ১০৪২
D ১০৫০
Solution
Correct Answer: Option B
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনতে খরচ হবে (৩৫০×৩) বা ১০৫০ টাকা
১০০ টাকায় ভ্যাট দিতে হয় ৪ টাকা
∴ ১ " " " " ৪/১০০ "
∴ ১০৫০ " " " " ৪×১০৫০/১০০ "
= ৪২ টাকা
অর্থাৎ মোট খরচ ( ১০৫০+৪২ ) বা ১০৯২ টাকা