ইংরেজি ব্যাকরণে Adverb কে বাংলা ব্যাকরণে বলে-
Solution
Correct Answer: Option B
ভাব বিশেষণ ও ক্রিয়া-বিশেষণ উভয়কে ইংরেজিতে Adverb বলে। কেননা, adjective ও verb কে মডিফাই করে Adverb. ক্রিয়াকে মডিফাই করে ক্রিয়া-বিশেষণ।
যেমনঃ
He walks slowly - সে ধীরে হাটে।
এখানে ইংরজিতে slowly হলে Adverb. এবং বাংলায় ধীর হল ক্রিয়া-বিশেষণ।
আবার,
যে পদ বিশেষণকে বিশেষিত করে বা মডিফাই করে তাকে ভাব বিশেষণ বলে।
যেমনঃ Very good news (খুব ভালো খবর)
এখানে, very হল adverb এবং 'খুব' হল ভাব বিশেষণ।