তারের ব্যাসার্ধ , ছোট দৈর্ঘ্য ইত্যাদি পরিমাপ করার যন্ত্রের নাম -

A মিটার

B স্ক্রু গজ

C স্ফেরোমিটার

D ফিতা

Solution

Correct Answer: Option B

রৈখিক ও একটি চক্রাকার স্কেলের সমন্বয়ে তৈরি যে ধাতব স্কেলের সাহায্যে ন্যুনতম 1 মিমি এর 100 ভাগের 1 ভাগ (অর্থাৎ 0.01 মিমি) পাঠ নেওয়া যায় তাকে স্ক্রু গেজ বলা হয়। এ যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ, সরু চোঙের ব্যাসার্ধ ও ছোট দৈর্ঘ্য পরিমাপ করা যায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions