পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর । পিতার বয়স পুত্রের ৩ গুন হলে পুত্রে বয়স কত ?
A ১৫ বছর
B ২০বছর
C ২৫বছর
D ৩০ বছর
Solution
Correct Answer: Option B
ধরি, পুত্রের বয়স = x বছর
∴ পিতার বয়স = ৩x বছর
প্রশ্নমতে, x + ৩x = ৮০
= ৪x = ৮০
= x = ২০
∴ পুত্রের বয়স ২০ বছর