ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমানে কী নামে পরিচিত ?
A আমেরিকান পিস সেন্টার
B জিরো পয়েন্ট
C গ্রাউন্ড জিরো
D ওয়ার্ল্ড সিমেট্রি
Solution
Correct Answer: Option C
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমানে 'গ্রাউন্ড জিরো' নামে পরিচিত । ১১ সেপ্টেম্বর ২০০১ আল কায়দা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলা চালায়, যা নাইন ইলেভেন নামে পরিচিত ।