নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না?

A মালভূমি

B দ্বীপ

C প্লাবন সমভুমি

D পাহাড়

Solution

Correct Answer: Option A

-সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 মিটারের অধিক উঁচুতে অবস্থিত খাড়া ঢালযুক্ত ঢেউখেলানাে বিস্তীর্ণ ভূমিভাগকে মালভূমি বলা হয়।
-অনেক, মালভূমির উপরিভাগ সমতল টেবিলের মতাে হয়, পর্বতের মতাে সূচাল ও শৃগযুক্ত হয় না। 
-এরূপ মালভূমিকে টেবিলল্যান্ড বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions