Solution
Correct Answer: Option B
কার্ল লান্ডষ্টাইনার (জার্মান: Karl Landsteiner) একজন অস্ট্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক। তিনি রক্ত বা ব্লাড গ্রুপ আবিস্কার করেন।রক্ত গ্রুপ বা রক্তের ধরন (ব্লাড গ্রুপ বা ব্লাড টাইপ) সলোহিত রক্তকণিকার (আরবিসি) পৃষ্ঠে বংশগতভাবে প্রাপ্ত অ্যান্টিজেনিক পদার্থের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে রক্তের একটি শ্রেণীবিভাগ।