নিচের কোনটি কাম্পিউটারের হার্ডওয়্যার নয় ?

A মাউস

B পাওয়ার পয়েন্ট

C মনিটর

D সিপিইউ

Solution

Correct Answer: Option B

-কম্পিউটারের যে সকল যন্ত্রাংশকে স্পর্শে করা যায় সেই সকল যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে । যেমন- মাউস, মনিটর, সিপিইউ হার্ডওয়্যার । 
-অপরদিকে পাওয়ার পয়েন্ট একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা প্রেজেন্টেশন তৈরিতে ব্যবহার করা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions