মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য 'বিজয় গাঁথা ' কোথায় অবস্থিত ?

A যশোর সেনানিবাসে

B সিলেট সেনানিবাসে

C রংপুর সেনানিবাসে

D ঢাকা সেনানিবাসে

Solution

Correct Answer: Option C

মুুক্তিযুদ্ধভিত্তিক ভাষ্কর্য ‘ ‍বিজয় গাঁথা ’ রংপুর সেনানিবাসে অবস্থিত। ৭ মার্চ ২০১৫ ‍নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক এ ভাষ্কর্যটির ফলক উন্মচন করা হয় । রংপুর সিটি কর্পোরেশন আর্থিক সহযোগিতায় ও সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৫ লাখ টাকা ব্যয়ে ’বিজয় গাঁথা’ ভাষ্কর্যটি নির্মাণ করা হয়।

কিছু গুরুত্তপুর্ণ ভাষ্কর্যঃ
- প্রত্যাশা(ঢাকা) : মৃনাল হক
- কিংবদন্তী (মিরপুর, ঢাকা) : হামিদুজ্জামান খান
- স্মরণ (চবি) : সৈয়দ সাইফুল কবির
- অঙ্গিকার(চাঁদপুর) : আব্দুল্লাহ খালেদ
- পাখির অনন্ত যাত্রা(ঢাকা) : হামিদুজ্জামান খান
- জয় বাংলা(পটুয়াখালী) : হামিদুজ্জামান খান
- কেন্দ্রীয় শহীদ মিনার(ঢাকা) :  হামিদুর রহমান
- মোদের গরব(বাংলা একাডেমী) : অখিল পাল
- নভ থিয়েটার(ঢাকা) : আলী ইমাম
- শাপলা চত্তর(মতিঝিল) : আজিজুল জলিল পাশা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions