Solution
Correct Answer: Option C
গৌরব সংস্কৃত শব্দ বিশেষ্য পদ । অর্থ=১. গর্ব ২.অহংকার ৩.মহিমা, কৃপা ,করুণা ৪.মর্যাদা ,সম্মান ৫.উৎকর্ষ , শ্রেষ্ঠত্ব ।অন্যদিকে অপমান ,অমর্যাদা ও লজ্জা ভাবগত দিক থেকে একই অর্থ প্রকাশ করলেও গৌরব এর অর্থ মর্যাদা এই অর্থে এর বিপরীত শব্দ অমর্যাদা ।