পদ্মানদীর উৎপত্তি -

A হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ

B মিজোরামের লুসাই পাহাড়

C আসামের লুসাই পাহাড়

D কুনুলুন পর্বত

Solution

Correct Answer: Option A

✔ গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে এবং কুষ্টিয়া হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে৷
✔ ব্রহ্মপুত্র নদের উৎপত্তি তিব্বতের হিমালয়ের কৈলাশ শৃঙ্গের নিকট মানস সরোবর হ্রদ থেকে।
✔ তিস্তা নদীর উৎপত্তি সিকিমের পার্বত্য অঞ্চলে।
✔ বরাক নদীর উৎপত্তি মণিপুর রাজ্যের পার্বত্য অঞ্চলে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions