ব্রক্ষপুত্র নদের প্রধান শাখা নদী কোনটি ?
A ধরলা
B তিস্তা
C বংশী
D আত্রাই
Solution
Correct Answer: Option C
ব্রক্ষ্মপুত্র নদের প্রধান শাখা নদী হল - শীতলক্ষ্যা ও বংশী।ধরলা ও তিস্তা নদী হল ব্রক্ষ্মপুত্রে প্রধান উপ্নদী।করতোয়া আত্রাই যমুনার প্রধান উপনদী এবং ধলেশ্বরী যমুনার শাখা নদী