ওজোন স্তরের ফাটলের জন্য মূলত দায়ী কোনটি ?
A ক্লোরো ফ্লোরো কার্বন
B কার্বন মনো অক্সাইড
C কার্বন ডাই-অক্সাইড
D মিথেন
Solution
Correct Answer: Option A
নিত্য প্র্যোজনীয় দ্রব্যে বিশেষ করে বেফ্রিজারেটর ব্যবহৃত ক্লোরো ফ্লোরো কার্বন বা CFC অবমুক্ত হয়ে বায়ুমণ্ডলের ওজোন স্তরের সাথে সরাসরি বিক্রিয়ার ফাটলের সৃষ্টি করে