ফলের উপর y% ভ্যাট আরোপ করা হলে k টাকার ফলের ক্রয়মূল্য কত?
A k + (ky/100y)
B k + 100y
C k{1 + (y/100)}
D k + 1000y
Solution
Correct Answer: Option C
100 টাকার উপর ভ্যাট = y টাকা
1 টাকার উপর ভ্যাট = y/100 টাকা
k টাকার উপর ভ্যাট = ky/100 টাকা
ক্রয়মূল্য = k + ky/100
= k{1 + (y/100)} টাকা