বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক মিশন সংখ্যা-

A ৮৪

B ৮৭

C ৮০

D ৫০

Solution

Correct Answer: Option C

বিশ্বের মোট ৬০টি দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে মোট মিশনের সংখ্যা ৮০টি (সর্বশেষ তথ্যমতে ৮১টি)। এর মধ্যে ৫৭টি হলো দূতাবাস এবং বাকিগুলো হাই কমিশন ও অন্যান্য। এই মিশনগুলো বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করে।
ভুল অপশনগুলো কেন হল না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাপ্তরিক হিসাব অনুযায়ী মিশনের সংখ্যা নির্দিষ্ট (৮০ বা ৮১), তাই ৫০, ৮৪ বা ৮৭ সংখ্যাগুলো সঠিক তথ্যের সাথে মেলে না।
চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য: বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম মিশন স্থাপিত হয় ভারতের কলকাতায় (১৮ এপ্রিল, ১৯৭১)। সর্বশেষ ২০২৩ সালে আর্জেন্টিনায় বাংলাদেশের দূতাবাস উদ্বোধন করা হয়। কমনওয়েলথভুক্ত দেশগুলোতে দূতাবাসকে বলা হয় 'হাই কমিশন' এবং অন্য দেশগুলোতে বলা হয় 'এমবসি' বা 'দূতাবাস'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions