Solution
Correct Answer: Option C
দেশের আর্থিক লেনদেন পরিচালনার জন্য যেসব ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠান স্বল্পমেয়াদী ঋণ হিসেবে অর্থে লেনদেন কার্যক্রম যে বাজারে করে থাকে তাকে Money Market বলে ।মুদ্রা বাজার বিল অব এক্সচেঞ্জ ,প্রতিজ্ঞাপত্র ,ট্রেজারি বিল ও স্বল্পমেয়াদী ঋণ নিয়ে কারবার করে।মুদ্রাবাজারের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হল বাণিজ্যিক ব্যাংক ও বীমা কোম্পানি ।অন্যদিকে Capital Market দীর্ঘমেয়াদি ঋণের লেনদেন নিয়ে কাজ করে ।এ মার্কেট শেয়ার ডিবেঞ্চার নিয়ে কারবার করে ।Capital Market এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হল বিনিয়োগ ব্যাংক ,শিল্প ব্যাংক ও স্টক এক্সচেঞ্জ প্রভৃতি ।