Solution
Correct Answer: Option C
পরবর্তী জীববৈচিত্র্য সম্মেলনের আয়োজনকারক হিসেবে আর্মেনিয়া নির্ধারিত হয়েছে।
- Convention on Biological Diversity (CBD) এর অধীনে অনুষ্ঠিত বিশ্বজুড়ে জীববৈচিত্র্য সম্পর্কিত সম্মেলনগুলি সাধারণত বিভিন্ন দেশ পর্যায়ক্রমে আয়োজন করে থাকে।
- জীববৈচিত্র্য বিষয়ক ও জলবায়ু পরিবর্তন বিষয়ক দুটি আন্তর্জাতিক সম্মেলনকেই সংক্ষিপ্তভাবে ‘কপ’ বলা হয়।
- জলবায়ু সম্মেলন বিষয়ক ‘কপ’ হচ্ছে ‘কনফারেন্স অব দ্য পার্টিজ টু দ্য ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ’-এর সংক্ষিপ্ত রূপ।
- আর জীববৈচিত্র্য সম্মেলন বিষয়ক ‘কপ’-এর পূর্ণরূপ হচ্ছে, ‘কনফারেন্স অব দ্য পার্টিজ টু দ্য ইউএন কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভারসিটি’।
- ১৯৯৪ সালে জীববৈচিত্র্য বিষয়ক কপ-এর প্রথম সম্মেলন (কপ১) নাসাইয়ে (বাহামাসের রাজধানী) অনুষ্ঠিত হয়েছিল।
- ২০০০ সালের পর থেকে এটি দুই বছর পর পর অনুষ্ঠিত হওয়ার নিয়ম করা হয়েছে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-এর প্রথম সম্মেলন হয়েছিল ১৯৯৫ সালে বার্লিনে (জার্মানি)।