'আমি বাংলায় গান গাই ,আমি বাংলার গান গাই...গানের সুরকারী কে?
A নচিকেতা ঘোষ
B মাহমুদুর রহমান
C গৌরিপ্রসন্ন মজুমদার
D প্রতুল মুখোপাধ্যায়
Solution
Correct Answer: Option D
সৃজনশীল শিল্পী ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায় ১৯৪২ সালে বরিশালে জন্মগ্রহন করেনদেশ বিভাগের সময় তিনি পরিবারের সাথে ভারতে চলে যায়।