রোগ হলে ওষুদ খাবে- এই বাক্যে অনুজ্ঞা কি অর্থ প্রকাশ করে?
A আদেশ
B নির্দেশ
C বিধান
D উপদেশ
Solution
Correct Answer: Option C
ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় উত্তম পুরুষ ব্যবহৃত হয় না। ভবিষ্যৎ কালের বিভিন্ন অনুজ্ঞাঃ
১. আদেশঃ সদা সত্য কথা বলবে।
২. সম্ভাবনায়ঃ চেষ্টা কর, সবই বুঝতে পারবে।
৩. বিধান অর্থেঃ রোগ হলে ওষুধ খাবে।
৪. অনুরোধেঃ কাল একবার এসো।