শব্দ ও ধাতুর মূলকে বলে-

A    প্রকৃতি

B    ধাতু

C    বিভক্তি

D    কারক

Solution

Correct Answer: Option A

 

শব্দ বা ধাতুর মূলকে প্রকৃতি বলে। শব্দের মূল বলতে মৌলিক শব্দকে এবং ধাতুর মূল বলতে সিদ্ধ বা মৌলিক ধাতুকেই সাধারণত বুঝায়। যেমন- 'দোকান' শব্দের মূল 'দোকান', 'ঢাকা' শব্দের মূল 'ঢাকা' এবং _/লিখ ধাতুর মূল 'লিখ্‌', _/কর ধাতুর মূল 'কর,'।

প্রকৃতি দুই প্রকার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions