Solution
Correct Answer: Option C
- ইয়াস দ্বীপ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একটি দ্বীপ, যা আরবের বনি ইয়াস উপজাতির নামে নামকরণ করা হয়েছে।
- এর উদ্বোধন হয় ২০১০ সালে।
- এর আয়তন ২৫ বর্গকিলোমিটার।
- ২০২৩ সালে প্রথম মধ্যপ্রাচ্যের প্রথম থিম পার্ক হিসেবে টিইএর গ্লোবাল তালিকায় নাম ওঠে ইয়াস দ্বীপের।
- ইয়াস দ্বীপ থিম পার্কের আয়তন ছয় হাজার ২০৮ একর।
- এ দ্বীপের সব স্থাপনা এখনো সম্পন্ন হয়নি। ৪০ শতাংশ স্থাপনা বাকি রয়ে গেছে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ।