ধাতু কয় প্রকার?

A ২ প্রকার

B ৩ প্রকার

C ৪ প্রকার

D ৫ প্রকার

Solution

Correct Answer: Option B

- ধাতু প্রধানত তিন প্রকার।

১) মৌলিক বা সিদ্ধ ধাতু
- যে সকল ধাতু বিশ্লেষণ করলে কোন প্রত্যয় পাওয়া যায় না বা যারা সয়ংসিদ্ধ ধাতু, তাদেরকে মৌলিক ধাতু কিংবা সিদ্ধ ধাতু বলে। যেমন- _/কর্‌, _/চল, _/দেখ্‌।

২) সাধিত ধাতু
- কোন মৌলিক ধাতু কিংবা নাম শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে। যেমন- _/কর + আ = _/করা, _/দেখ্‌ + আ = _/দেখা।

৩) সংযোগমূলক বা যৌগিক ধাতু
- বিশেষ্য, বিশেষণ ইত্যাদির সাথে যুক্ত হয়ে যে ধাতু গঠন করে তাকে সংযোগমূলক বা যৌগিক ধাতু বলে। যেমন- পূজা কর্‌, রাজি হ, কষ্ট পা, শাস্তি দে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions