শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ করা হয়েছে-
Solution
Correct Answer: Option C
জেলা শহরের প্রাণকেন্দ্র দয়াময়ী এলাকায় সাড়ে ৮ একর জমির উপর শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ।
অপরদিকে, জামালপুর জেলার সদর ও মেলান্দহ উপজেলায় নির্মিত হচ্ছে দেশের প্রথম নকঁশিপল্লী। এর নামকরণ করা হয় শেখ হাসিনা নকশিপল্লী। এর আয়তন প্রায় ৩০০ একর। এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ তাঁত বোর্ড। এখানে থাকবে তিনহাজার দোকান ও ১ টি ৫ স্টার হোটেল