মুজিবনগর সরকারের পররাস্ট্র সচিব কে ছিলেন?
A এইচটি ইমাম
B খন্দকার আসাদুজ্জামান
C জনাব মাহবুবুল আলম চাষী
D অধ্যাপক এম ইউসুফ আলী
Solution
Correct Answer: Option C
মোট মন্ত্রণালয় বা বিভাগ ছিলঃ ১২টি
সচিব ছিলঃ ১০ জন
মন্ত্রিপরিষদ সচিব ছিলঃ এইচটি ইমাম, সিএইচপি
অর্থ সচিব ছিলঃ খন্দকার আসাদুজ্জামান
পররাস্ট্র সচিবঃ জনাব মাহবুবুল আলম চাষী