Solution
Correct Answer: Option A
- সংসদকে কার্যকর করার দায়িত্ব মূলত — সরকারি ও বিরোধী দলের।
- সংসদ কার্যকরী রাখার জন্য সরকারি দল সংসদের আইন প্রণয়ন ও বৈঠক পরিচালনা করে, পাশাপাশি বিরোধী দল সংসদের কার্যক্রম তদারকি, প্রশ্ন-উত্তর এবং বিল সমালোচনার মাধ্যমে সংসদকে কার্যকর ও দায়িত্বশীল রাখে।
- স্পিকার সংসদের সভা পরিচালনা ও শৃঙ্খলা রক্ষা করেন, তবে কার্যকর পরিচালনা সরকারি ও বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণের উপর নির্ভরশীল।
- অর্থাৎ, সংসদকে কার্যকর করার দায়িত্ব শুধু স্পিকারের নয়, বরং সরকারি এবং বিরোধী দলের যৌথ দায়িত্বরত অংশগ্রহণ প্রয়োজন।