Which of the following countries is landlocked?
Solution
Correct Answer: Option C
- যদি কোন দেশের কোনরূপ জলসীমা না থাকে, অন্য কথায় যদি কোন একটি দেশের চারদিকের সীমানা অন্যান্য দেশের সাথে থাকে তাকে স্থলবেষ্টিত দেশ বা Land locked country বলা হয়।
- এই সমস্ত দেশগুলোকে পার্শ্ববর্তী দেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে হয় মালামাল পরিবহণের জন্য। বিশ্বে স্থলবেষ্টিত দেশের সংখ্যা মোট ৪৫টি।
- এই দেশগুলোর নিজস্ব কোন সমুদ্রবন্দর নেই। এগুলো হলোঃ
- এশিয়ার দেশ - মঙ্গোলিয়া, আফগানিস্তান, নেপাল, ভুটান, লাওস, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া ।
- আফ্যিকার দেশ- মালি, নাইজার, উগান্ডা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, বুরুন্ডি, মালাবি, জাম্বিয়া, ইথিওপিয়া, চাদ, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, লেসোথো, বুরকিনা ফাসো, সোয়াজিল্যান্ড, দক্ষিণ সুদান।
- ইউরোপের দেশ -অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, কসোভো, মালদোভা, বেলারুশ, শ্লোভাকিয়া, সার্বিয়া, ভ্যাটিক্যান সিটি, অ্যান্ডোরা, মেসিডোনিয়া, স্যান ম্যারিনো, লিচেনস্টাইন, লুক্সেমবার্গ, হাঙ্গেরি (ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ)।
- দক্ষিণ আমেরিকা - প্যারাগুয়ে এবং বলিভিয়া।