রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন?
A ১৯১৪ সাল
B ১৯১৫
C ১৯১৩ সাল
D ১৯১৬ সাল
Solution
Correct Answer: Option C
রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলী (১৯১০) ও অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে 'song offerings' নামে ইংরেহিতে একটি অনুবাদ গ্রন্থ রচনা করেন ।এ গ্রন্থের ভূমিকা লিখেন ইংরেজী কবি W.B Yeats.উক্ত গ্রন্থের জন্য ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান।