হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা-এর LATA Code কোনটি?
A UGHS
B DHK
C DAC
D HSIA
Solution
Correct Answer: Option C
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান ও বৃহত্তম বিমান বন্দর।
- ১৯৮০ সালে এটির কার্যক্রম শুরু হয়। এর স্থপতি লারোস।
- এটি ঢাকার কুর্মিটোলায় অবস্থিত।
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের International Air Transport Association (IATA) Code (DAC).
- আর International Civil Aviation Organization (ICAO) Code হলো VGHS.