Solution
Correct Answer: Option B
- সাহিত্যের প্রধান লক্ষ্য সৃজনশীলতা বা সৌন্দর্য সৃষ্টি করা।
- প্রমথ চৌধুরী তাঁর 'সাহিত্যে খেলা' প্রবন্ধে বলেছেন, “সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়।”
- হায়াৎ মামুদ তাঁর 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে বলেছেন, “সাহিত্যের যা চিরন্তন উদ্দেশ্য- সৌন্দর্যসূষ্টি ও আনন্দান। "