কাঁটা হেরি ক্ষ্যান্ত কেন ______ তুলিতে।

A কুসুম

B পুষ্প

C কমল

D গোলাপ

Solution

Correct Answer: Option C

- কৃষ্ণচন্দ্র মজুমদার রচিত কাব্যগ্রন্থ ‘সদ্ভাবশতক’ এর অন্তর্ভুক্ত কবিতা ‘দুঃখ বিনা সুখ হয় না ।
- এ কবিতার বিখ্যাত পক্তি- 'কেন পান্থ! ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ? / উদ্যম বিহনে কার পূরে মনোরথ? / কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, / দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions