কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে 'ঐ' ধ্বনির সৃষ্টি হয়-

A অ এবং ই

B ও এবং ই

C উ এবং ই

D এ এবং ই

Solution

Correct Answer: Option A

- পাশাপাশি দুটি স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে যৌগিক স্বরধ্বনি বলে। এর অপর নাম দ্বিস্বর বা সন্ধিস্বর।
- বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২৫টি।
- যেমন: আ+ই = আই, আ+এ = আয়।
- উল্লেখ্য, ৯ম-১০ শ্রেণির পুরাতন ব্যাকরণ অনুযায়ী, বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ ২টি ।
- যথা: ঐ (অ+ই), ঔ (অ+উ/ও+উ)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions