‘যত্ন করলে রত্ন মিলে'- এখানে 'করলে' কোন ক্রিয়ার উদাহরণ-
Solution
Correct Answer: Option A
- যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
- যেমন: যত্ন করলে রত্ন মেলে। প্রদত্ত উদাহরণে ‘করলে’ অসমাপিকা ক্রিয়া; কারণ, ‘করলে’ ক্রিয়ার পরও বাক্যের পরিসমাপ্তি ঘটে না, ‘মিলে' সমাপিকা ক্রিয়ার মাধ্যমে বাক্যের পরিসমাপ্তি ঘটে ।