একজন চাকরীজীবীর বেতন একমাসে ১০% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ১০% কমে গেল। এর ফলে ঐ চাকুরীজীবীর বেতনে কোনো পরিবর্তন হ'ল কী?
A ২% বৃদ্ধি পেল
B ১% কমলো
C ১% বৃদ্ধি পেল
D কোন পরিবর্তন হ’ল না
Solution
Correct Answer: Option B
ধরি,
ঐ চাকুরীজীবির বেতন ছিল =১০০ টাকা
১০% বৃদ্ধিতে ,
বেতন বৃদ্ধি পাওয়ায় হবে=১০০+১০=১১০ টাকা
এরপর ১০% হ্রাসে,
বেতন হ্রাস পেয়ে হবে =১১০-১১=৯৯ টাকা [এখানে ১১০ এর ১০% =১১ টাকা]
সুতরাং মোটের উপর = (১০০-৯৯)
= ১% কমলো