একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.।
Solution
Correct Answer: Option A
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে অন্যবাহু দুইটির প্রত্যেকটি x সে.মি.
∴ x2+x2=122
বা,2x2=144
∴ x2=72
ক্ষেত্রফল,
=1/2 * ভূমি * উচ্চতা
=1/2 * x * x
=1/2 * x2
=1/2 * 72
=36 বর্গ সে.মি.