অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরষ্কার পান?
A বৈদেশিক সাহায্যে
B উন্নয়নের গতি ধারা
C দুর্ভিক্ষ ও দারিদ্র্য
D ক্ষুদ্রঋণ
Solution
Correct Answer: Option C
• অমর্ত্য সেন (ভারতীয় অর্থনীতিবিদ) ১৯৯৮ সালে নোবেল পুরুস্কার লাভ করেন।
• যে বইটি অমর্ত্য সেনকে নোবেল পুরস্কারের ভূষিত করেছে তা হল- Poverty and famines : An Essay in Enlightment and Deprivation.
• তার গবেষণায় বিষয় ছিল দুর্ভিক্ষ ও দারিদ্র্য।