নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি ?
A ডিসেম্বর ১৬, ১৯৭১
B ২৬ মার্চ, ১৯৭১
C পয়লা বৈশাখ, চৌদ্দশত সাত
D ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
Solution
Correct Answer: Option D
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা শেষে কিংবা বাক্যে আবেগ ( হর্ষ, বিষাদ ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয়, সেসব চিহ্নকে যতিচিহ্ন বা বিরামচিহ্ন বলে । প্রদত্ত 'ঘ' অপশনে বিরামচিহ্ন ঠিকভাবে ব্যবহৃত হয়নি । কেননা, তারিখ লিখতে মাসের ( ফেব্রুয়ারি ) পর এখানে 'কমা' ব্যবহৃত হয়নি ।