কোন খাদ্য উপাদান খুব কম সময়ে তাপ উতপন্ন করে দেহে শক্তি জোগায়?
Solution
Correct Answer: Option A
কার্বন ,হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয়।শর্করা বর্নহীন ,গন্ধহীন ,এবং মিষ্টি স্বাদযুক্ত ।শর্করা আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপশক্তি উৎপাদন করে।জীবদেহের বিপাকীয় কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয়,সেটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য জারনের ফলে উৎপন্ন ফলে উৎপন্ন হয়। (নবম-দশম শ্রেনীর সাধারণ বিজ্ঞান বই এর ১ম অধ্যায় ৪ পৃষ্ঠা )