Solution
Correct Answer: Option B
- এইডস (AIDS) এর পূর্ণরূপ হলো Acquired Immuno Deficiency Syndrome, যা একটি রোগ বা বিভিন্ন উপসর্গের সমষ্টি।
- এই রোগটি যে ভাইরাসের কারণে হয়, তার নাম হলো এইচআইভি (HIV), যার পূর্ণরূপ Human Immunodeficiency Virus।
- এই ভাইরাসটি মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে এবং ধীরে ধীরে নষ্ট করে দেয়, যার ফলে শরীর বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলে।