মাদকাসক্ত ব্যক্তির মধ্যে নিচের কোন লক্ষনটি দেখা যায়?

A সবসময় প্রফুল্লচিত্ত

B কোনো কাজে অনীহা প্রকাশ করে না

C কর্মবিমূখতা ও হতাশা

D বন্ধুদের নিয়ে গল্প করতে পছন্দ করা

Solution

Correct Answer: Option C

মাদকাসক্ত ব্যক্তির মধ্যে যেসব লক্ষন দেখা যায় তা হলো- ১।খাওয়ার প্রতি আকর্ষন কমে যাওয়া। ২।সবসময় অগোছালোভাবে থাকা। ৩।কর্মবিমূখতা ও হতাশা। ৪।শরীরে অত্যধিক ঘাম হওয়া। ৫।আলস্য ও উদ্বিগ্ন ভাব ইত্যাদি।(নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বই এর ১ম অধ্যায় ২৫ পৃষ্ঠা)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions