Solution
Correct Answer: Option A
- শক্তির SI একক হলো জুল (J), তবে ক্যালরি (cal) শক্তিরই একটি বহুল ব্যবহৃত একক, বিশেষ করে খাদ্যশক্তি ও তাপশক্তির ক্ষেত্রে।
- 1 ক্যালরি ≈ 4.184 জুল।
- নিউটন (N) হলো বলের একক, ওয়াট (W) হলো শক্তি ব্যবহারের হার বা ক্ষমতার একক (Power), আর মিটার (m) হলো দৈর্ঘ্যের একক।