৬০ লিটারের একটি মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ২ : ১। অনুপাত ১ : ২ করতে কত লিটার পানি মেশাতে হবে।
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে, সিরাপ ও পানির অনুপাত ২ঃ১
অনুপাতের যোগফল=৩
৬০ লিটার মিশ্রনে সিরাপ আছে ৬০ এর ২/৩=৪০
৬০ লিটার মিশ্রনে পানি আছে ৬০ এর ১/৩=২০ লিটার
মনে করি, ক লিটার পানি মিশাতে হবে
প্রশ্নমতে,৪০/(২০+ক)=১/২
বা, ২০+ক=৮০
∴ ক=৬০ লিটার