পৃথিবী ,চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে হয় -
A মুখ্য জোয়ার
B গৌণ জোয়ার
C তেজ কটাল
D মরা কটাল
Solution
Correct Answer: Option C
- অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে।
- এই সময়ে চাঁদ ও সূর্যের মিলিত মহাকর্ষীয় শক্তির প্রভাবে পৃথিবীতে প্রবল আকর্ষণ সৃষ্টি হয়, ফলে সমুদ্রের পানি খুব বেশি ফুলে ওঠে।
- জোয়ারের এই তীব্র অবস্থাকে ‘তেজ কটাল’ বা ‘ভরা কটাল’ (Spring Tide) বলা হয়।