ঝুলন্ত চুম্বক উত্তর-দক্ষিন মুখ করে থাকে কোনটির প্রভাবে ?
Solution
Correct Answer: Option C
ভূ-চৌম্বকীয় ক্ষেত্র হল চৌম্বক ক্ষেত্র যা পৃথিবীকে ঘিরে থাকে। এটি পৃথিবীর গলিত লোহার কোর দ্বারা তৈরি। ভূ-চৌম্বক ক্ষেত্র হল এক ধরনের চৌম্বক ক্ষেত্র যা পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে শুরু করে মহাশূন্য পর্যন্ত বিস্তৃত, যেখানে ক্ষেত্রটি সূর্য থেকে উৎপন্ন হয়ে সৌর বায়ুর সাথে মিলিত হয়। ভূপৃষ্ঠে এর আয়তন ২৫ থেকে ৬৫ মাইক্রোটেসলা (০.২৫ থেকে ০.৬৫ গস)।