Solution
Correct Answer: Option C
পৃথিবী একটি বিরাট চৌম্বকক্ষেত্র - এটি প্রমান করেন চিকিৎসাবিজ্ঞানী ডা. গিলবার্ট এবং তা ১৬০০ সালে বিভিন্ন পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে পৃথিবী চুম্বকের ন্যায় আচরন করে।
চুম্বকের সংগায় বলা হয় যে পদার্থ আকর্ষণ ও দিক নির্দেশ করতে পারে তাকে চুম্বক বলে। পৃথিবী এর উপরের সমস্ত জিনিসকে নিজের দিকে টানে, এছাড়া আপনি যদি একটি চুম্বককে সুতা দিয়ে বেধে ঝুলিয়ে দেন তবে এটি একই দিক বরাবর থামবে, অর্থাৎ দিক পৃথিবী ঠিক করে দেয়। তায় ধারনা করা হয় পৃথিবী নিজেই একটা চুম্বক।