একটি মোটা তারের রোধ চিকন তারের রোধের তুলনায়-

A বেশি

B কম

C সমান

D দ্বিগুন

Solution

Correct Answer: Option B

পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে রোধ বলে।মোটা তারের রোধ কম। কারণ রোধ প্রস্তচ্ছেদের ব্যস্তানুপাতিক ও দৈর্ঘের সমানুপাতিক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions