ভূ-পৃষ্ঠের মোট কতভাগ পানি?

A ৬০%

B ৬৫%

C ৭০%

D ৭১%

Solution

Correct Answer: Option D

- সাগর, মহাসাগর, নদ-নদী, হ্রদ, মেরুঅঞ্চল ও পর্বত চূড়ার বরফ, ভূ-গর্ভস্ত পানি, জলীয় বাষ্প ইত্যাদি সব মিলে গঠিত হয় বারিমণ্ডল।
- পৃথিবীর পৃষ্ঠের মোট আয়তনের প্রায় ৭১ ভাগ পানি এবং বাকি ২৯ ভাগ স্থলভাগ।
- প্রশ্নে সঠিক উত্তর ৭১% না থাকায়, এর নিকটতম মান হিসেবে ৭৫% কে উত্তর হিসেবে ধরা হয়।
- পৃথিবীর সমুদয় পানির ৯৭ ভাগ লোনা পানি যা সমুদ্রে রয়েছে এবং বাকি ৩ ভাগ মিঠা পানি।
- মিঠা পানির অধিকাংশই আবার মেরু অঞ্চলে বরফ, তুষার এবং হিমবাহ হিসেবে জমা আছে।
- মানুষের ব্যবহারের উপযোগী মিঠা পানির পরিমাণ খুবই নগণ্য, যা মোট পানির মাত্র ১ ভাগের কম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions