Solution
Correct Answer: Option C
- কম্পাইলারের কাজ উচ্চস্তরের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করা।
- কম্পাইলার গোটা প্রোগ্রামকে একবারে পড়ে এবং এক সাথে অনুবাদ করে।
- প্রোগ্রামে ভুল থাকলে সবগুলো ভুলকে একসাথে তুলে ধরে।
- কম্পাইলারের সাহায্যে প্রোগ্রামকে একবার যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করা হলে পরবর্তীতে প্রোগ্রামটি চালনার সময় আর অনুবাদের দরকার হয় না।
- কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম পূর্ণাঙ্গ যান্ত্রিক প্রোগ্রামে রূপান্তরিত হয়। এই প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলে।
- বড় ধরনের কম্পিউটারে কম্পাইলার বেশি ব্যবহার হয়ে থাকে। ভিন্ন ভিন্ন প্রোগ্রামের জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার দরকার হয়।
- এক ধরনের প্রোগ্রামের জন্য তৈরি কম্পাইলার অন্য ধরনের প্রোগ্রামের অনুবাদের জন্য ব্যবহার করা যায় না।