Solution
Correct Answer: Option A
সিস্টোল বলতে আপনার হৃদপিন্ডের নিচের চ্যাম্বার যখন দেহের মূল ধমণীগুলোয় রক্ত সঞ্চালন করতে সংকুচিত হয় তখন ধমনীতে রক্তের চাপ নির্দেশ করে। ডায়াস্টোলের ক্ষেত্রে ধমনীতে রক্তের চাপ নির্দেশ করে যখন আপনার হৃদপিণ্ড নিরুদ্বেগ হয় এবং এসময় ভেন্ট্রিকেলে রক্ত ভরে।
হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচনকে সিস্টোল (systole) ও প্রসারণকে ডায়াস্টোল (diastole) বলে। হৃৎপিণ্ডের একবার সংকোচন (সিস্টোল) ও একবার প্রসারণ (ডায়াস্টোল)-কে একত্রে হার্টবিট বা হৃৎস্পন্দন (heart beat) বলা হয়। প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যাক্তির হৃৎস্পন্দনের হার প্রতি মিনিটে প্রায় ৭০-৮০ বার।